Loading Now

না ফেরার দেশে পাড়ি জমাল অরনী

নিজস্ব প্রতিবেদক ॥

সাত বছরের শিশু সুবহি আয়মান অরণী। দীর্ঘ আড়াই বছর মাথার পিছনে টিউমারের বেড়ে ওঠা যন্ত্রণায় ছটফট করেছে ছোট্ট শিশুটি। টিউমার ফেটে ক্যান্সার ছড়িয়ে পড়লেও কিছুই করার ছিলোনা পরিবারের সদস্যদের। গত ৫ এপ্রিল শনিবার শিশু অরণী পৃথিবী ছেড়ে চলে গেছেন (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শিশুটির বাবা আমজাদ জুয়েলার্সের মালিকের ছেলে জুলফিকার হোসেন জুয়েল জানান, তার দুটি মাত্র মেয়ে। বড় মেয়ে অথৈ সপ্তম শ্রেণীতে পড়ছে। আর ছোট মেয়েটি মাত্র ৭ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। বলেই হাউমাউ করে কান্না শুরু করেন তিনি। জানান, তার মেয়ে অরণীর আড়াই বছর আগে ২০২৩ সালের মাঝামাঝি ফ্রন্ট ভেন্টিকেল এর সংযোগ স্থানে (মাথার পিছন দিকে) টিউমার ধরা পড়ে। টিউমারের অবস্থান এমন একটি স্থানে যে চিকিৎসকরা বলেছেন, এটি চোখ, কান, মুখ ও গলার নার্ভগুলো জড়িয়ে ছিলো। যার কারণে দেশীয় হাসপাতালে অপারেশন সম্ভব হচ্ছিল না। তারপরও ভারতে এবং দেশের বড় হাসপাতালগুলোতে অপারেশন করেছেন। সর্বশেষ চিকিৎসাধীন ছিলেন ঢাকার নিউলাইফ হাসপাতালে এবং সেখানেই ইন্তেকাল করেছেন শিশু অরণী।

বরিশাল নগরীর হাতেম আলী হোস্টেল সংলগ্ন বায়তুল মামুর জামে মসজিদে রবিবার বাদ আছর শিশু অরণীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ সহ নগরীর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। পরে মুসলিম কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED