Loading Now

মেহেন্দিগঞ্জে জাটকা রক্ষা অভিযানে হামলায় আনসার সদস্য আহত, আটক ৫

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের মেহেন্দিগঞ্জে জাটকা রক্ষা অভিযানে গিয়ে পাচারকারীদের হামলার শিকার হয়েছে অভিযানিক দল। এ সময় মো. সাইফুল ইসলাম নামে অভিযানিক দলের সঙ্গে থাকা এক আনসার সদস্য আহত হয়েছেন।

এদিকে অভিযানে পাচারকারী পাঁচজনকে আটকের পাশাপাশি ১৪ মণ জাটকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর ৫টার দিকে মৎস্য অধিদপ্তর ও উপজেলা আনসার সদস্যদের অভিযানিক দল নদীতে নিয়মিত টহল দিচ্ছিল।

লালবয়া ও মালদ্বীপের চরের মাঝামাঝি কালাবদর ও গজারিয়া নদীর মোহনায় পৌঁছালে একটি দ্রুতগতির ট্রলারকে থামানোর জন্য সংকেত দেওয়া হয়। তবে ট্রলারটি নিয়ে আরোহীরা পালিয়ে যেতে চাইলে তার গতিরোধ করা হয়।
এ সময় জাটকা বহনকারীরা অভিযানিক দলের সঙ্গে থাকা আনসার সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, এ ঘটনায় মো. সাইফুল ইসলাম নামে এক আনসার সদস্য আহত হলে তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

অপরদিকে হামলাকারীদের আটকের চেষ্টা চালালে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ১৪ মণ জাটকাসহ ট্রলারটি জব্দ করার পাশাপাশি পাঁচজনকে আটক করা হয়।

আটকরা হলেন- মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা এলাকার মো. শাহীন ফরাজী, কুলচড়ি এলাকার মো. সাইফুল ইসলাম, চরলতা এলাকার আবুল কালাম, দড়িচর খাজুরিয়া এলাকার নাইম ও আজিজুল।

এ ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানায় আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা।

Post Comment

YOU MAY HAVE MISSED