Loading Now

বরিশালে আট দফা দাবি আদায়ে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক ।।

ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ প্রদান করাসহ ৮ দফা দাবিতে শ্রেণি পাঠদান ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

মঙ্গলবার নিজেদের প্রতিষ্ঠানে এই অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করে এ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তাঁরা।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ে আলাদা প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধু ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করা, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে স্কেলে বেতন নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ৬ মাসের ফাউন্ডেশন ট্রেনিং ব্যবস্থা গ্রহণ করা।

এ বিষয়ে জানতে চাইলে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. সাইদুর রহমান জানান, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন তাঁর এখতিয়ারবহির্ভূত। এ সিদ্ধান্তটি উচ্চপর্যায়ের এখতিয়ারে।

Post Comment

YOU MAY HAVE MISSED