বরিশালে এসএসসি পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক ।।
সারাদেশে আজ ১০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় এসএসসি, দাখিল, এসএসসি ভোকেশনাল) ২০২৫ পরীক্ষা শুরু হয়েছে। বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ রায়হান কাওছার ও জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। শুরুতে বরিশাল জিলা স্কুল, সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অধ্যক্ষ বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, প্রধান শিক্ষক বরিশাল জিলা স্কুল ও সংশ্লিষ্ট শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কক্ষ পরিদর্শন করেন।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বরিশাল সিটি কর্পোরেশনসহ বরিশাল জেলার ১০টি উপজেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬৭টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৭টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র ১১টি মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ১৯১১০ জন, ছাত্রী সংখ্যা ১৬৪৩৫ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫৫৪৫ জন।
পরে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগদীশ সারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
Post Comment