বরিশালে ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ড ভাটার খালের ব্যবসায়ী আব্দুল রহিম তালুকদারের প্রতিষ্ঠান হাওয়া মটরসের উপর সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ও হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় নগরীর ভাটার খাল বান্দ রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ হামলায় ৪ জনকে আসামি এবং ১০/১৫ জনকে অজ্ঞাত আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দাখিল করেন ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার।
এজাহার সূত্রে জানাগেছে, গত ২৯ মার্চ ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদারের বাসায় চুরি হয়। চুরির ঘটনায় সন্দেহ করে স্থানীয় গন্যমান্য ব্যক্তি নিয়ে সালাম হাওলাদারকে জিজ্ঞেস করলে সে চুরির কথা স্বীকার করে। ওই চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে তার জের ধরে গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রসহ ১৫/২০ জন সন্ত্রাসী নিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর দোকানে হামলা, ভাংচুর ও মালামাল লুট করেন। হামলায় দোকানে থাকা দুইজন কর্মচারী আহত হন।
ভুক্তভোগী ব্যবসায়ী রহিম তালুকদার জানায়, হামলাকারী হলেন ভাটার খাল এলাকার মো: মামুন, রেবা বেগম, রহিমা বেগম ও সালাম হাওলাদারসহ আরো ১০/১৫ জন।
বরিশাল জেলা মোটর সাইকেল পার্টস বিজনেস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম জুয়েল বলেন- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট কাম্য নয়। সামনের দিনগুলোতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে প্রশাসনকে খেয়াল রাখতে হবে। অবিলম্বে দোষীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
বরিশাল কোতোয়ালি মডেল থানায় অফিসার্স ইনচার্জ মিজানুর রহমান বলেন- ভুক্তভোগী ব্যবসায়ী অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Comment