Loading Now

সালমান শাহ মারা যাওয়ার পর কেন তার বন্ধুকেই বিয়ে করেছিলেন সামিরা, জানালেন নিজেই

বিনোদন ডেক্স ।।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর খবরে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। যদিও তার মৃত্যুরহস্য আজও উদঘাটিত হয়নি।

সামনে আসছে আবারো সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। তার ভক্তসমর্থকরা আবারো সালমানের মৃত্যুরহস্য নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন। যদিও ২০২০ সালের ২৪ ফেব্রুয়ারি পুলিশের তদন্ত বিভাগ জানায়, সালমান শাহ আত্মহত্যাই করেছিলেন।

 

সম্প্রতি সালমান শাহ মারা যাওয়ার পর তার বন্ধুকে তার স্ত্রী সামিরার সালমান শাহ’র বন্ধুকে তার স্ত্রী’র বিয়ে করার ঘটনা আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সালমান শাহ’র স্ত্রী এমন প্রশ্নের জবাবে বলেন, এটা কেমন কথা। আমি সালমান শাহ মারা যাওয়ার পর ওনি, ইফ আই এম নট রং, আপনি যদি রেডিও এফ এম এ যান আপনি এখনো রেকর্ডটা পাবেন, ওনি বলেছেন যে, সামিরা আমাকে না বলে কেন চলে গেল ওর বাবা কেন আমার থেকে ওকে নিয়ে গেল। ওকে তো আমি শাহরানের সাথে বিয়ে দিতে পারতাম। ওনি যদি ওনার নিজের ছোট ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চায় আমি কেন বন্ধুর সাথে বিয়ে করতে পারব না। আর বন্ধুর সাথে বিয়ে করাটা কোনটাই আমার সিদ্ধান্ত ছিল না। এটা আমার বাবা মা’র সিদ্ধান্তে বিয়েটা হয়েছে। এটা এরেঞ্জ ম্যারেজ ছিল, লাভ ম্যারেজ ছিল না।

Post Comment

YOU MAY HAVE MISSED