Loading Now

বরিশালে “প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা” অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

আজ পহেলা বৈশাখ ১৪৩২ নববর্ষ উপলক্ষে
ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে ও নববর্ষ উদযাপনে বাধানিষেধের প্রতিবাদে বরিশালে চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আয়োজনে “প্রতিবাদী মঙ্গল শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডাঃ মনীষা চক্রবর্ত্তী, বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য ইমাম হোসেন খোকন ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ, অর্থ সম্পাদক ফারজানা আক্তার ,চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলা শাখার সংগঠক শিবানী শিকদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক , সদস্য শহিদুল শেখ প্রমুখ।

শোভাযাত্রাটি ফকিরবাড়ি সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Post Comment

YOU MAY HAVE MISSED