বাকেরগঞ্জে বেপরোয়া ফরিদপুর ইউনিয়ন ছাত্রদল!
নিজস্ব প্রতিবেদক ।।
বাকেরগঞ্জ উপজেলাধীন ৬নং ফরিদপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজীব মোল্লা এবং কমিটির একাধিক যুগ্ম সম্পাদকসহ একাধিক কর্মীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা বিরোধী কাজের গুরুতর অভিযোগ উঠেছে। এর আগে চাদাবাজীর অভিযোগে অব্যাহতি দেওয়া হয় কমিটির সভাপতি ইলিয়াস গাজীকে।
স্থানীয় বাসিন্দা মোঃ ইয়াকুব এর বাড়ি ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ রয়েছে সাধারন সম্পাদক রাজীব মোল্লার বিরুদ্ধে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, তারা প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। সেনাবাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকাজুড়ে বিরাজ করছে ক্ষোভ এবং উত্তেজনা। ভুক্তভোগীর পরিবার এর সুষ্ঠু বিচার এবং জান মালের নিরাপত্তা চাচ্ছে। ইতিমধ্যে ভুক্তভোগী ইয়াকুব ভিডিও বার্তার মাধ্যেম বাকেরগঞ্জের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান এর বিচার ও নিরাপত্তার দাবী জানিয়েছেন।
এ ছাড়াও স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশিকুর রহমান, রাহাত শিকদার, এবং হাসিব মল্লিককেও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে । অটোগাড়ির ব্যাটারি চুরির ঘটনায় এলাকাবাসী জনসমুক্ষে তাদের দড়ি দিয়ে বেঁধে রাখে যার একটি ভিডিও ক্লিপ ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এছাড়া, এই কমিটির সভাপতি ইলিয়াস গাজীকে চাঁদাবাজির অভিযোগের সত্যতার ভিত্তিতে কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বরিশাল জেলা ছাত্রদল। কমিটির সাংগঠনিক সম্পাদক আঃ রহিম কমিটি গঠনের পর থেকেই বিদেশে কর্মরত অবস্থায় আছেন বলে জানা গেছে।
এ নিয়ে ক্ষোভ বিস্তার হয়েছে তৃনমুলে।
এ নিয়ে বাকেরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক নিয়ামুল হক নাহিদ কে জিজ্ঞাসা করলেও তিনি বিষয়টি এড়িয়ে যান ও সদস্য সচিব রাকিব তালুকদার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।
Post Comment