বরিশালে স্বামী-স্ত্রীর মৃত্যু, দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালে লামিয়া ও তার স্বামী অটোচালক রাহাতের মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে বরিশাল সদর উপজেলায় চর কাউয়া এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ হয়।
বিক্ষুব্ধরা জানান, এক বছর পূর্বে পারিবারিকভাবে রাহাত ও লামিয়ার বিয়ে হয়। তাদের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না। তবে শ্বশুড়-শাশুড়ির সঙ্গে লামিয়ার দ্বন্দ্ব লেগেই থাকতো।
এ কারণে লামিয়ার ওপর শ্বশুড়-শাশুড়ি নির্যাতন চালাতো। এমনকি তারা দুইজনই হাত তুলতো বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব বিষয় নিয়ে সালিশী হলেও শ্বশুড়-শাশুড়ি কারণে-অকারণে তাদের নির্যাতন চালিয়ে আসছিল। বাবা-মা হওয়ায় রাহাতও তাদের কিছু বলতে পারত না। সবার ধারনা এসব বিষয় নিয়ে দ্বন্দ্বের জের ধরে রাহাত তার স্ত্রীকে হত্যা করেছে। এ সময় দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
Post Comment