Loading Now

ঝালকাঠিতে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি আওরাবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

 

মঙ্গলবার (২ অক্টোবর) সন্ধ্যায় কাঠালিয়া-ভান্ডারিয়া সীমান্তের ফকির বাড়ির ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার।

নিহত জাফর আলী খান কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর চড়াইল গ্রামের মুনসুর আলী খানের ছেলে। স্থানীয়রা জানান, উত্তর চড়াইল গ্রামের জাফর আলী খানের সাথে পাশের ভান্ডারিয়া উপজেলার পূর্ব মাটিভাংগা গ্রামের জলিল হাওলাদারের ছেলে মিজানের বন্ধুত্ব ছিল। উভয়ের বাড়িতে নিয়মিত আসা-যাওয়া হতো।

এক পর্যায় জাফরের স্ত্রীকে বিয়ে করে নেন মিজান। এ নিয়ে জাফরের সঙ্গে মিজানের দ্বন্দ্ব চলছিল। বহুবার শালিস বৈঠক হলেও বিষয়টির কোনো সমাধান হয়নি। এই বিরোধেই হতে পারে হত্যাকাণ্ড।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিলন মন্ডল সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে জড়িতদের আটক করতে অভিযান চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED