Loading Now

জেলা প্রশাসকের কার্যালয়ের জারীকারক আবদুস সত্তারের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের (সার্কিট হাউজ) কর্মরত জারীকারক মরহুম মোঃ আবদুস সত্তার হাওলাদার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি ১৬ এপ্রিল দিবাগত রাত ১:৩০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে জেলা প্রশাসন পরিবার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এছাড়াও তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে অংশগ্রহণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আহসান হাবীব, জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল মোঃ ওবায়দুল্লাহ, জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল এর সহকারী কমিশনার বৃন্দসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Post Comment

YOU MAY HAVE MISSED