পটুয়াখালী মেডিকেলের বহির্বিভাগে তালা, চিকিৎসক-শিক্ষার্থীদের বিক্ষোভ
পটুয়াখালী প্রতিনিধি ।।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনার তদন্ত শেষ হওয়ার আগেই কার্ডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. এ এম এস শামিম আল আজাদকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে কর্মসূচি শুরু করেছে ইন্টার্ন চিকিৎসকরা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বহির্বিভাগের গেটে তালা লাগিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রেখে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।
কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অংশ নেয় মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও। এতে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা চরম ভোগান্তিতে পড়েন।
ইন্টার্ন চিকিৎসকরা জানান, বিভিন্ন সময় রোগী মৃত্যুর ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভোগেন। এ অবস্থায় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ চৌকি স্থাপন অথবা আনসার মোতায়েনের দাবি জানান তারা।
তারা আরও বলেন, গত ১৪ এপ্রিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের আগেই ডা. শামিম আল আজাদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, যা অযৌক্তিক। এ সিদ্ধান্ত প্রত্যাহার ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান তারা।
ইন্টার্ন চিকিৎসকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে জরুরি বিভাগসহ সকল জরুরি সেবা চালু থাকবে। ববহির্বিভাগে সেবা নিতে আসা রোগীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তারা।
Post Comment