Loading Now

ববি অধ্যাপককে আওয়ামী দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট থেকে অব্যাহতির, প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় এ কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীরা দাবি করেন, সৎ, নীতিবান ও সকলের প্রিয় শিক্ষক মুহসিন উদ্দিনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যক্তিগত আক্রোশপ্রসুত হেয় করতে এমন সিদ্ধান্ত নিয়েছে। উপাচার্য যে আক্রমণাত্মক ও অমার্জিত ভাষায় চিঠি দিয়েছেন তা শিক্ষিত কেউ দিতে পারেন না।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল নাফিজ জাহাঙ্গীর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র অধ্যাপক যিনি পিতৃতুল্য। তিনি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং জুলাই অভ্যুত্থানে আমাদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত, আমরা তা কোনোভাবেই বিশ্বাস করি না। এমনকি বিশ্ববিদ্যালয়ের ইট পর্যন্ত জানে তিনি কত ভালো ও ব্যক্তিত্ববান একজন মানুষ।

শিক্ষার্থী আতিক আব্দুল্লাহ বলেন, প্রবীণ, গুণী ও ব্যক্তিত্বসম্পন্ন একজন শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে তাকে সিন্ডিকেট থেকে বাদ দেওয়া হয়েছে। এ ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যক্ষভাবে জড়িত। এমন শিক্ষক কোনোভাবেই লাঞ্ছনার দাবি রাখেন না। আমরা দাবি করছি অতিদ্রুত সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রেজিস্ট্রার স্বাক্ষরিত নোটিশে অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে ‘পতিত সরকারের দোসর’ আখ্যা দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতির নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা বিশ্ববিদ্যালয় বিধিমালা ১৭ (ঞ) ধারা লঙ্ঘন বলে জানিয়েছেন মুহসিন উদ্দিন।

Post Comment

YOU MAY HAVE MISSED