Loading Now

মুফতি ফয়জুল করিমকে বিসিসির মেয়র ঘোষণার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সিটি কপোরেশনের সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৩ সালের জুনে বরিশাল সিটি কপোরেশন নির্বাচনে হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনি হাতপাখা প্রতীকের প্রার্থীর উপর ন্যক্তার জনক হামলা চালায়। ওই নির্বাচনে দলীয় করণ করে নৌকার পক্ষে কাজ করে নির্বাচন কমিশন। তারা ২০২৩ সালের নির্বাচনের ফলাফল বাতিল করে হাতপাখা প্রতীকের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষনার দাবি জানান।

এর আগে গত বৃহস্পতিবার ২০২৩ সালের বিসিসি নির্বাচনের ফলাফল বাতিল করে দ্বিতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মেয়র হতে আদালতে মামলা করেন।

বৃহস্পতিবার দুপুরে তিনি বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যনালের বিচারক ও সদর জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এই আবেদন করেন।

সৈয়দ ফয়জুল করিমের পক্ষে আবেদনটি আদালতে দাখিল করেন তাঁর আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির।

Post Comment

YOU MAY HAVE MISSED