ফের পরীমণির প্রেমে ফাটল!
বিনোদন ডেক্স ।।
সম্প্রতি সময়ে তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমণির প্রেমের গুঞ্জনে মুখর নেটদুনিয়া। প্রতিনিয়ত একে অন্যেকে ইঙ্গিত করে ফেসবুকে বিভিন্ন পোস্ট দিয়ে থাকেন। এবার ঈদের সময় অভিনেত্রীর হাতে ইংরেজি অক্ষর ‘এস’ লেখা দেখে প্রেমের গুঞ্জন তীব্র হয়েছিল।
সম্পর্ক নিয়ে কখনোই কোনো রাখঢাক করেন না পরীমণি। যখনই প্রেমে পড়েন কিংবা কারও সঙ্গে সম্পর্কে জড়ান তখন তার স্বভাবসুলভ আচরণেই সেটি প্রকাশ পায়। সেসময় বেশ হইহুল্লোড়ে থাকতে পছন্দ করেন নায়িকা।
গত কয়েক মাস ধরেই তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে পরীমনির প্রেমের সম্পর্ক ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। সম্প্রতি পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠলে অভিনেত্রীর পাশে দাঁড়ান শেখ সাদী।
কিছুদিন ধরে শোনা যাচ্ছে, দুজনের মধ্যে আর প্রেমের সম্পর্ক নেই, সেটা ভেঙে গেছে। সম্প্রতি ফেসবুকে কাছাকাছি সময়ে দুজনে দুই ধরনের পোস্ট দিয়েছেন।
ফেসবুকের এক পোস্টে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে পরীমনি লিখেছেন ‘ব্ল্যাকমেলার’। অন্যদিকে এর আগে একই ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদী তিনটি ডট দিয়েছেন। দুজনের পোস্টে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সম্পর্ক ভাঙার বিষয় নিয়ে কথা বলেছেন।
সংগীতশিল্পীর পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, ‘শেষ পর্যন্ত পরীটাও ছ্যাঁকা দিয়ে দিল।’ অন্য একজন লিখেছেন, ‘এত তাড়াতাড়ি এমন পোস্ট আশা করি নাই সাদী ভাই। এ বিষয়ে একজন লিখেছেন, সম্পর্কটা এবার যে পর্যায়ে, তা ঠিক হওয়ার নয়! নগরিকদের একঅংশ মনে করছেন এখন মান-অভিমান চললেও দুজনের এই সম্পর্ক কিছুদিন পর আবার ঠিক হয়ে যেতে পারে।
অন্যদিকে পরীমনি তার ব্ল্যাকমেলার পোস্টের মন্তব্যের ঘর বন্ধ রাখলেও শেয়ার করে অনেকে সাদীকে ট্যাগ করছেন। কেউ লিখছেন, ‘শেখ সাদী কিছু একটা করছে সম্ভবত।’ তবে এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।
Post Comment