যুবককে গুলি করে হত্যার মূল আসামি বরিশাল থেকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক ।।
ঈদের দিন নারায়ণগঞ্জে গুলি করে পাভেল নামে এক যুবককে হত্যার ঘটনার মূল আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-১১ এর সিনিয়র সহকারি পুলিশ সুপার (অপারেশন) মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শনিবার সকালে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের এই কর্মকর্তা জানান, রোজার ইদের দিন নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ বিষয় নিয়ে বাগবিতন্ডার জেরে পাভেল (৩০) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের মা নূরী বেগম (৬৭) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে মূল আসামি যে কিনা পাভেলকে গুলি করেছে তিনি পলাতক ছিলেন।
এদিকে এই হত্যাকাণ্ডে জড়িত আসামিদেরকে গ্রেপ্তারের জন্যে র্যাব-১১-এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ করতে থাকে। পরবর্তীতে র্যাব-১১ এবং র্যাব-৮ এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে বরিশালের সদর থানাধীন কাশীপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার প্রধান ও এজাহারভুক্ত ১ নং আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) গ্রেপ্তার করে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বাবু পাভেল হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই নিয়ে হত্যার সঙ্গে জড়িত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃত বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
Post Comment