Loading Now

পটুয়াখালীতে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলের আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক লিটন খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শনিবার (১৯ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে ইয়াবাসহ ওই স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে, লিটন খন্দকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবর শনিবার ভোর ৪টার দিকে বাউফল থানা পুলিশের একটি দল আদাবাড়িয়া ইউনিয়নে লিটন খন্দকারের বাড়িতে অভিযান চালায়। তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পরে লিটনকে আটক করে থানায় আনা হয়।

বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, লিটনের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে। তিনি একজন পেশাদার মাদক কারবারি।

Post Comment

YOU MAY HAVE MISSED