বরিশালে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত অটোচালকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে মোস্তাফিজুর রহমান (৪০) নামে এক অটোচালক আত্মহত্যা করেছেন। রোববার (২০ এপ্রিল) সকালে নগরীর হাতেম আলী কলেজ এলাকায় তার নিজবাসায় এ ঘটনা ঘটে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোস্তাফিজুর রহমানের স্ত্রী হনুফা আক্তার অনু বলেন, কয়েক বছর ধরে জমি নিয়ে আমার স্বামীর সঙ্গে তার চাচাতো ভাইদের বিরোধ চলছে। নিজের পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে তাকে কয়েকদিন ধরে বিষণ্ন দেখা গিয়েছে। রোববার সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্যানের সঙ্গে মোস্তাফিজ ঝুলছে।
ওসি মিজানুর রহমান বলেন, আত্মহত্যা করেছেন এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হবে।
Post Comment