হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে নগদ অর্থ ও রুপার নুপুর হারিয়ে যাওয়ার তিন দিনের মধ্যে উদ্ধার করে ফিরিয়ে দিয়ে প্রসংশায় ভাসছেন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছিল ভুক্তভোগী সজল।
বিষয়টি নিশ্চিত করে এসআই মোঃ রিয়াজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার চরমোনাই ইউনিয়ন রাজারচর এলাকার বাসিন্দা সজল কুমার মিস্ত্রী (৩২) নগরীর নাজিরাপুল থেকে রিক্সাযোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে তাড়াহুড়ো করে নেমে চলে যায়। এ সময় তার সাথে থাকা ট্রাভেল ব্যাগের মধ্যে নগদ ১ লক্ষ ৭৪ হাজার টাকা, প্রায় ১ কেজি ওজনের কয়েকটি রুপার নুপুর, একটি এন্ড্রোয়েট মোবাইল ফোন ও লকারের চাবি ভুলে রিক্সায় রেখে যায়। পরে এয়ারপোর্ট থানা পুলিশের শরণাপন্ন হন সজল।
এদিকে অভিযোগের সূত্র ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলামের দিক-নির্দেশনায় ও এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন সিকদারের নেতৃত্বে এসআই মোঃ রিয়াজুল ইসলামের সংগীয় ফোর্সের সহযোগীতায় নগরীর বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, তথ্য প্রযুক্তি ব্যবহার ও সোর্সের মাধ্যমে ৩ দিন অভিযান পরিচালনা করে সেই রিক্সাচালককে শনাক্ত করেন।
সেই রিক্সাচালক হলেন নগরীর ৪ নং ওয়ার্ডস্থ রোকেয়া আজিম সড়ক এলাকার বাসিন্দা মোঃ হেলাল ভূইয়ার ছেলে মোঃ রিপন ভুইয়া (৩৮)।
সোমবার (২১ এপ্রিল) রাত ২ টার দিকে রিপনের কাছ থেকে হারিয়ে যাওয়া মালামাল উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশেরএসআই মোঃ রিয়াজুল ইসলাম ।
ভুক্তভোগী সজল বলেন, এয়ারপোর্ট থানা পুলিশের তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়েছে। হারিয়ে যাওয়া অর্থ এবং রুপার নুপুর ফিরে পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকির হোসেন সিকদার বলেন, পুলিশ কমিশন মোঃ শফিকুল ইসলাম স্যারের দিক-নির্দেশনায় ৩ দিনের মধ্যে হারিয়ে যাওয়া নগদ অর্থ ও রুপা, মোবাইল উদ্ধার করে ভুক্তভোগী সজলের কাছে হস্তান্তর করা হয়েছে।
Post Comment