দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
বাবুগঞ্জ প্রতিনিধি ।।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতনস্কেল বাস্তবায়নের একদফা দাবিতে বাবুগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৈষম্যবিরোধী সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের ব্যানারে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের উপজেলা সমন্বয়ক ও সদ্য ঘোষিত প্রাথমিকের বরিশাল জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ আল-আমিন সরদারের সভাপতিত্বে ওই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিকের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর। বকশিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন রাসেল, সহকারী শিক্ষক কাজী এনায়েত হোসেন, আবদুর রাজ্জাক, সাইদুর রহমান, নাসির উদ্দিন, বাকীউর রহমান পলাশ, রুবাইয়া খানম, গৌরাঙ্গ চন্দ্র দাস, আবুল কাশেম, সুব্রত চন্দ্র রায়, মৌসুমী প্রমুখ।
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বেতনস্কেল বাস্তবায়নের দাবির প্রতি সমর্থন জানিয়ে এসময় আরও বক্তব্য দেন ক্ষুদ্রকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমেদ খান, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন ও দেহেরগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। মানববন্ধন শেষে সহকারী শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা রহমানের কাছে প্রধান উপদেষ্টা বরাবরে লেখা একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘যেখানে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে পুলিশের এসআই, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, নার্স কিংবা বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তাদের বেতনস্কেল ১০ম গ্রেডের সেখানে সমমানের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতনস্কেল ১৩তম গ্রেডের, যা চরম বৈষম্য। এমনকি অষ্টম শ্রেণি পাশ করা গাড়িচালকরাও যেখানে বেতন পান ১২তম গ্রেডে সেখানে সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে রাখা জাতির জন্য চরম দুঃখ এবং লজ্জার। শিক্ষকদের অবমূল্যায়ন করে দ্বিতীয় শ্রেণিতে রেখে দেশে প্রথম শ্রেণির নাগরিক আশা করা অর্থহীন।’ #
Post Comment