১৭ কাউন্সিলরের মামলা দায়ের সম্পর্কে কিছুই জানেন না লিংকু
নিজস্ব প্রতিবেদক ।।
কাউন্সিলর পদ ফেরত চেয়ে মামলা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) আওয়ামীপন্থী ১৬ সাবেক কাউন্সিলর। সেখানে ষড়যন্ত্রমূলকভাবে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক যুবদল নেতা হুমায়ুন কবির লিংকুর নাম সংযুক্ত করা হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনের আশ্রয় যাবেন লিংকু। লিংকু মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য।
লিংকু বলেন, ওয়ার্ডের জনগনের দাবির প্রেক্ষিতে এবং তাদের চাপের কারনে ২০২৩ সালের ১২ জুন সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হতে হয়। এ কারনে দল তাকে অব্যাহতি দেয়। কিন্তু এরপরও দলের সকল কর্মসূচীতে তিনি অংশগ্রহন করেন। এরপরও বিএনপির সকল কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে রেখেছেন। লিংকু আরো বলেন, তাদের পরিবারের সদস্যরা সকলেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। বর্তমানে তার এক ভাই সৈয়দ কামাল হোসেন রুবেল জেলা যুবদলের সহ-সভাপতি এবং অপর ভাই সৈয়দ জামাল হোসেন নোমান মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক। কিন্তু একটি মহল সৈয়দ পরিবারের সাথে ষড়যন্ত্রে মেতে রয়েছে। ওই পক্ষটি ষড়যন্ত্রমূলকভাবে তাকে এ মামলায় জড়িয়েছে।
এ মামলার বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান। রাজনৈতিকভাবে যাতে সামনে এগোতে না পারে এ কারনে তাকে আওয়ামীলীগপন্থী একাধিক কাউন্সিলরের সাথে মামলা জড়ানো হয়। এ ঘটনায় সোমবার আদালতে পিটিশন দাখিল করবেন এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আদালতে বিচার চাইবেন বলে জানান তিনি।
মামলার আইনজীবী আজাদ রহমান বলেন, বাদী সাবেক কাউন্সিলররা তাকে অবহিত করেন লিংকুও এ মামলার সাথে রয়েছেন। তাদের কথার প্রেক্ষিতে লিংকুকেও বাদী করা হয়। পরবর্তীতে লিংকু তাকে মোবাইলে অবহিত করেন সে এ মামলার বিষয়ে কিছুই জানেন না। তাকে কেন মামলার বাদীদের সাথে যুক্ত করা হয়েছে। আজাদ রহমান বলেন, বাদীর তালিকা থেকে লিংকুর নাম বাদ দেয়ার জন্য আজ আদালতে পিটিশন দাখিল করবেন।
এদিকে বাদীরা সকলেই ২০২৩ সালের ১২ জুন নির্বাচনে কাউন্সিলর হন। ৫ আগস্টের পর তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। ওই মামলায় কারাগার থেকে বের হয়ে তারা এ মামলা দায়ের করেন।
আইনজীবী বলেন, ২০২৪ সালের ২৬ আগস্ট বাদীপক্ষকে অপাসারণের জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু আইন অনুসারে বাদীরা ২০২৮ সালের ১৩ নভেম্বর পর্যন্ত বহাল থাকবেন। তারা যাতে ওই সময় পর্যন্ত বহাল থাকতে পারেন এ জন্য মামলাটি দায়ের করা হয়েছে।
Post Comment