Loading Now

বন্ধ হলো সেই ভাইরাল হাউন আঙ্কেলের ভাতের হোটেল

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠি পৌরশহরের বাসিন্দা ইমন চৌধুরী একসময় হার্ডওয়্যারের দোকানের পাশাপাশি ঠিকাদারি করতেন। গত ৫ আগস্ট সরকার পতনের পরে তার ঠিকাদারি ও ব্যবসায়ের অবস্থা তেমন একটা ভালো যাচ্ছিল না। পরে তিনি বিভিন্ন মানুষের পরামর্শ নিয়ে ঝালকাঠি পৌর শহরের ব্র্যাক মোড়ে ভাতের হোটেল করেন।

আর সেই ভাতের হোটেলের নাম দেন ‘হাউন আঙ্কেলের ভাতের হোটেল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসত হোটেলটিতে। অবশেষে বন্ধ হয়ে গেল আলোচিত এ হোটেলটি।

ব্র্যাকমোড় এলাকার বাসিন্দা জাকির সরদার বলেন, হাউন আঙ্কেল নামে ভাতের হোটেলটি চালু হওয়ার পর ভাইরাল হয়ে যায়। অনেক দূরদূরান্ত থেকে লোকজন এখানে ছুটে আসতেন। কিন্তু হঠাৎ করে এক মাস ধরে হোটেলটি বন্ধ দেখা যায়।

হোটেল মালিক ইমন চৌধুরী বলেন, হোটেলটির নাম হাউন আঙ্কেল দেওয়ার কারণে ভাইরাল হয়ে যায়। হোটেলটি খুব ভালো চলছিল। কিন্তু আমি পুনরায় ঠিকাদারি কাজ শুরু করার কারণে হোটেলটি চালাতে পারছি না। এ ছাড়া অনেক পরিশ্রম করতে হয়। সকালে খুব তাড়াতাড়ি উঠতে হয়। সব মিলিয়ে আমি হোটেলটি চালু রাখতে পারিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED