Loading Now

জমি দখলের অভিযোগে অপসোনিন ফার্মা ওষুধ কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটিতে নদী ভাঙনের শিকার পরিবারের জমি দখলের অভিযোগ উঠেছে অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে। ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, তহসিলদার, সাবরেজিস্ট্রার ও স্থানীয় দালালের মাধ্যমে ভূয়া দলিল করে আট-দশ একর জমি দখলে নিয়েছে ওই কোম্পানি।

নিজেদের জমি ফিরে পেতে এবং অপসোনিন ফার্মাসহ সংশ্লিষ্ট সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নদী ভাঙনের শিকার নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের ক্ষতিগ্রস্তরা এ মানববন্ধনের আয়োজন করে। এতে ক্ষতিগ্রস্তদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, কমিউনিস্ট পার্টির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, তিমিরকাঠি গ্রামের বাসিন্দা মো. হাসান খান, নাসির হাওলাদার ও লিটন মাঝি। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা অভিযোগ করেন, সুগন্ধা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় নলছিটি উপজেলার তিমিরকাঠি গ্রামের অসংখ্য পরিবার। ভিটে মাটি হারিয়ে অনেকেই এখন নিঃস্ব। নদীর ওপারে বরিশালের অংশে বিশাল চর জেগে ওঠায় ভাঙন কবলিত পরিবার নতুন করে স্বপ্ন বুনতে থাকে। তাদের সেই স্বপ্ন মুছে দিচ্ছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র।

প্রায় ১৫ বছর ধরে এই ভূমিদস্যু চক্রের মাধ্যমে অপসোনিন ফার্মা নামে একটি ওষুধ কোম্পানি। এই কোম্পানির মালিক পক্ষ নলছিটি ভূমি অফিসের অসাধু কর্মকর্তা, দপদপিয়া ইউনিয়নের তহসিলদার, সাবরেজিস্ট্রার ও স্থানীয় দালালের মাধ্যমে ভূয়া দলিল করে আট-দশ একর জমি দখলে নিয়েছে। তাদের হাত থেকে প্রকৃত জমির মালিকদের ফিরিয়ে দেওয়া অন্যথায় তাদের ন্যায্য টাকা পরিশোধের দাবি জানানো হয় মানববন্ধনে।

Post Comment

YOU MAY HAVE MISSED