Loading Now

চলতি বছর হচ্ছে না সাফ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেক্স ।।

সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর চলতি বছর অনুষ্ঠিত হবে না। এবারের আসর নিয়ে আজ নতুন বার্তা দিয়েছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। এবারের আসর আগামী বছর অনুষ্টগিত হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সাফের এবারের আসর জুন-জুলাইয়ে আয়োজন করা হবে বলেই আগে জানানো হয়েছিল। তবে ভেন্যু চূড়ান্ত ছিল না। শ্রীলঙ্কার মাটিতে এবারের আসর আয়োজন করা হতে পারে এমনটাই জানা গিয়েছিল। তবে তা হচ্ছে না।

আজ বৃহস্পতিবার অফিসিয়াল ওয়েবসাইটে সাফ জানিয়েছে, সাফ, এর সদস্য দেশগুলো এবং স্পোর্টফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করে, সুষ্ঠুভাবে টুর্নামেন্ট আয়োজন করার জন্য আরও সময় প্রয়োজন। ফলে এবারের আসর চলতি বছরে আয়োজন সম্ভব নয়, এটি আয়োজিত হবে ২০২৬ সালে।

রীতি অনুযায়ী ২ বছর পর পর এ টুর্নামেন্ট আয়োজিত হয়। সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছে ২০২৩ সালে। সেবার কুয়েতকে হারিয়ে শিরোপা জিতেছিল স্বাগতিক ভারত।

এ পর্যন্ত সাফের ১৪টি আসর অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে বেশি শিরোপার স্বাদ পেয়েছে ভারত, সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে দেশটি। এছাড়া মালদ্বীপ ২ বার, বাংলাদেশ, আফগানিস্তান ও শ্রীলঙ্কা ১ বার করে শিরোপা জিতেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED