Loading Now

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

অনলাইন ডেক্স ।।

রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের রাবার বাগান এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ।

এক প্রত্যক্ষদর্শী জানান, চট্টগ্রামের দিক থেকে আসা একটি পিকআপ চট্টগ্রাম মুখী সিএনজি চালিত অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনস্থলের অবস্থা ছিলো খুবই ভয়াভহ।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ বলেন, সকালে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান। নিহতদের মধ্যে একজন অটোরিকশা চালক ও দুইজন নারী রয়েছেন।

তিনি জানান, দুজনের পরিচয় শনাক্ত করা গেছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, তিনি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED