Loading Now

কীর্তনখোলা নদীতে অবৈধ ড্রেজিং বন্ধের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর কীর্তনখোলা নদী সংলগ্ন গ্যাসটারবাইন এলাকায় অবৈধ ড্রেজিং বন্ধ ও নদী ভাঙন রোধে দ্রুত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ ২৮শে এপ্রিল সকাল ১১টায় অশ্বিনী কুমার হলচত্বরে মানববন্ধন করেছেন ‘নদী ভাঙন প্রতিরোধে ঐক্যবদ্ধ এলাকাবাসী’।

এলাকাবাসীর পক্ষ থেকে বেল্লাল গাজী মানববন্ধনে সভাপতিত্ব করেন ও পরিচালনা করেন মোঃ সাকিবুল ইসলাম। মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার সমন্বয়ক ডাক্তার মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদ। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মোঃরাব্বি হাওলাদার, নার্গিস বেগম, শাহিন প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রতিদিন রাতে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এই অবৈধ ড্রেজিংয়ের কারণে নদীর পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি, কৃষিজমি ও স্থাপনা হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রুপাতলী ধান গবেষণা রোড থেকে গ্যাসটারবাইন পর্যন্ত একটি টেকসই বেরিবাঁধ নির্মাণ করতে হবে।

বক্তারা আরও বলেন, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোনো সুফল পাওয়া যায়নি। বরং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে রাতের আঁধারে ড্রেজিং কার্যক্রম আরও বেড়েছে। এ অবস্থা চলতে থাকলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন, অবৈধ ড্রেজিং অব্যাহত থাকলে এবং দ্রুত বেরিবাঁধ নির্মাণের কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
মানববন্ধন শেষে একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি পেশ করে।

Post Comment

YOU MAY HAVE MISSED