Loading Now

বরিশালে পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ।।

পরিবেশ ও জলবায়ু সুরক্ষার দাবিতে বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিবাদী কণ্ঠস্বর এবার বরিশালে উচ্চারিত হলো এই শ্লোগান নিয়ে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) কর্তৃক জীবাশ্ম জ্বালানি ও এলএনজি ভিত্তিক প্রকল্পে বিনিয়োগের সমালোচনায় প্রান্তজন ট্রাস্ট, ক্লিন (কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক) এবং বিডব্লিউজিইডি (বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট) এর যৌথ আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ প্রচারাভিযানে পরিবেশবাদী সংগঠন, জলবায়ু কর্মী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।

Post Comment

YOU MAY HAVE MISSED