Loading Now

চট্টগ্রাম-ঢাকার মত হাতপাখার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবে আদালত: ফয়জুল করিম

অনলাইন ডেক্স ।।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছি। মামলার রায়ে চট্টগ্রাম ও ঢাকার রেফারেন্সে আগামী ৫ মে আদালত হাতপাখার প্রার্থীকে মেয়র নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

আজ শনিবার (৩ মে) বরিশাল সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়জুল করিম এসব কথা বলেন। বরিশাল প্রেসক্লাবে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাতপাখার মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরও বলেন, ‘২০২৩ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ততকালীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল। ইসলামী আন্দোলন এর মেয়র প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। কিন্তু ওই নির্বাচনে দুপুর ১২টার আগেই ৩০ ভাগ ভোট জালিয়াতি, কেন্দ্র দখল করে নেওয়া হয়। প্রার্থী হিসেবে আমার ওপর হামলা করে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়েছে।’

ফয়জুল করিম সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত দুটি শুনানিতে আপনারা রাজপথে ছিলেন। তবে আগামী ৫ মে ওই মামলার ধার্যকৃত শুনানির দিন কেউ বরিশালের রাজপথে নামবেন না। কারণ আদালত অবমাননা হয় আমরা এমন কিছু করতে চাই না। আদালতের ওপর আস্থা রাখুন। আমরা আমরা চট্টগ্রাম ও ঢাকার মত ন্যায় বিচার পাব।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্থানীয় নির্বাচনে সবাই অংশ নিয়েছেন, কেউ নামে কেউ বেনামে। আদালত আমাদের পক্ষে রায় দিলে শেখ হাসিনার নির্বাচন অবৈধ প্রমাণ হবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফয়জুল করিমের আইনজীবী অ্যাডভোকেটে শেষ আব্দুল্লাহ নাসির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি লোকমান হাকিম, সিনিয়র সহ সভাপতি মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাওসার প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল বিগত ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাচনের ফল বাতিল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করতে আদালতে মামলা করা হয়। ওই মামলায় ২ বার শুনানি পিছিয়ে ফের ৫ মে ধার্য করেছেন আদালত।

Post Comment

YOU MAY HAVE MISSED