Loading Now

বরিশালে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক ॥

দুই দফা দাবিতে দুইঘণ্টা কর্মবিরতি পালন করে মানববন্ধন করেছে বরিশাল আদালতের বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। এ সময় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে মানববন্ধন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় অধীনস্থ আদালত ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। একইসাথে বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের প্রথম থেকে ষষ্ঠ গ্রেডের পরে পরবর্তী সপ্তাহ থেকে ১২তম গ্রেডভুক্ত করতে হবে। বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতি রেখে পদোন্নতি স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বরিশাল জেলা এবং বিভাগের সভাপতি এসএম হেদায়েতুন্নবী জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন বরিশাল শাখার সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান। বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা পরিমল চন্দ্র রায়, বেঞ্চ সরকারি কামরুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির তারিকুল ইসলাম, বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক সোহাগ হোসেন।

সভাপতির বক্তব্যে এসএম হেদায়েতুন্নবী জাকির বলেন, আমাদের দুই দফা দাবি মেনে না নিলে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করলে বরিশাল জেলা ও বিভাগ তা পালন করতে দৃঢ় প্রতিজ্ঞ।

Post Comment

YOU MAY HAVE MISSED