বিয়ের ২০ দিনের মাথায় স্ত্রী-শাশুড়িকে গলা কেটে হত্যা, অতঃপর
পিরোজপুর প্রতিনিধি ।।
বিয়ের ২০ দিনের মাথায় পিরোজপুরের ভান্ডারিয়ায় স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়েছেন মো. বাদল খান (৪৫)। সোমবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ধাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম বিলু (৫০)। অভিযুক্ত মো. বাদল খান উপজেলার ধাওয়া গ্রামের মৃত আজিজ খানের ছেলে। স্থানীয় ধাওয়া বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার ধাওয়া ইউনিয়নের ধাওয়া বাজারে বাদল খানের একটি চায়ের দোকান রয়েছে। বাদল খান ২০ দিন আগে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান রয়েছে।
গতকাল (৫ মে) রাতে আনুমানিক সাড়ে ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে ঘরের মধ্যে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে বাড়িতে আগুন ধরিয়ে দেন বাদল। ঘটনার সময় চম্পার সন্তান মো. ইয়াছিন খান (১০) টের পেয়ে ঘর থেকে পালিয়ে পাশের বাড়িতে খবর দেয়। এরপর স্থানীয়রা এসে ঘরের আগুন নিভিয়ে ফেলে। এরপর স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বাদল।
স্থানীয় নাসিমা বেগম বলেন, চম্পার ছেলে দৌড়ে আমাদের ঘরে এসে বলে খালা মা আর নানিরে মাইরা ফেলাইছে। শুইনা আমি দৌড়ে এসে দেখি চম্পার বুকের ওপর আগুন জ্বলতেছে। এক বালতি পানি ছিল কাছে তাই গায়ে ঢেলে দিয়ে আগুন নিভাইছি। আমাদের দেখে বাদল পালিয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার বলেন, ‘এর আগেও বাদলের পরিবারে কোলহ ছিল, শুনেছি। মাঝে মাঝে ঝগড়া হতো পরিবারে। গতকাল কী হয়েছে নিশ্চিত করে বলতে পারছি না, তবে রাতে তাঁর ছেলে পাশের বাড়িতে গিয়ে লোকজন ডেকে আনে। বাদল পালিয়ে গেছেন, ঘরে তাঁর স্ত্রী ও শাশুড়ির মরদেহ পড়ে আছে।’
এ বিষয়ে ধাওয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সিদ্দিকুল ইসলাম টুলু বলেন, পারিবারিক কোলহ থেকে এ ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনার পরপরই বাদল পালিয়েছেন। এ ন্যক্কারজনক ঘটনায় অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে ভান্ডারিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বলেন, আমরা ঘটনাস্থলে আছি, লাশ উদ্ধারের কাজ চলছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে পারিবারিক কোলাহল থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই বাদল পালিয়েছেন। অভিযুক্ত বাদল খানকে আটকের চেষ্টা চলছে।
Post Comment