ভারত-পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহ্বান তারেক রহমানের
অনলাইন ডেক্স ।।
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সংঘাত নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তিনি শান্তিপূর্ণ সমাধানের পদক্ষেপ নিতে দুই দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (৭ মে) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে সামরিক হামলার নিন্দাও জানিয়েছেন তারেক রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, ‘যেহেতু আশেপাশে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, তাই আমরা সামরিক হামলার নিন্দা জানাই এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমরা সংশ্লিষ্ট সকলকে সংযম প্রদর্শন এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। অভিন্ন স্বার্থ এবং আকাঙ্ক্ষার ওপর নির্মিত একটি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ অঞ্চল সকলের সর্বোত্তম স্বার্থে কাজ করে।’
গত দুই সপ্তাহ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা চলছিল, তা মঙ্গলবার দিবাগত রাতে সরাসরি হামলার মাধ্যমে সংঘাতে রূপ নেয়।
এরই মধ্যে পাকিস্তানে ২৬ এবং ভারতে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ক্রমেই দুই দেশ আরও শক্তভাবে পরষ্পরকে মোকাবিলার ঘোষণা দিয়েছে। এ নিয়ে ভারত ও পাকিস্তানের পাশাপাশি উত্তেজনা বাংলাদেশেও।
Post Comment