একের পর এক অভিযোগ শামীমের বিরুদ্ধে, মুখ খুললেন আরেক অভিনেত্রী
বিনোদন ডেক্স ।।
অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে শুটিং সেটে নারী সহকর্মীকে হেনস্তা, ধর্ষণের হুমকি এবং নেশাদ্রব্য সেবনের অভিযোগ তোলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। এরপরই একে একে মুখ খুলতে শুরু করেছেন ছোটপর্দার অভিনেত্রীরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী নুফা তানহা।
সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘শামীম হাসান সরকার ও প্রিয়াঙ্কা প্রিয়া নামের শিল্পীর ব্যাপারে একজন শিল্পী হিসেবে বলছি- অ্যাক্টরস ইক্যুইটি কি অ্যাকশন নিলো? একটা বাইরের মানুষ যে তার সন্তান কে অভিনয় করতে দেবে, কিন্তু কীভাবে? শুটিং সেটটা যদি তার জন্য নেশার আসর মনে হয়? সেটটা যদি তার জন্য অকথ্য ভাষায় গালিগালাজের জায়গা মনে হয়?’
অভিনেত্রী যোগ করেন, ‘একজন ব্রিগেডিয়ার জেনারেলের ছেলে হয়ে নিম্নশ্রেণির মানুষের মতো অকথ্য ভাষায় গালিগালাজ করে অন্যের সন্তানকে। আমার ভাষ্য মতে সর্বোচ্চ রুচিবোধের পেশা হলো শিল্প।’
তানহা আরও লিখেছেন, ‘শুধুমাত্র গায়ে হাত তোলা বা ধর্ষণ করাই কী হেনস্তা? কথার মাধ্যমে অপমান কি কোনো নির্যাতন না? ডায়লগ ডেলিভারির সময় ডায়ালগ দিতে ঝামেলা হতেই পারে। অভিনয়ের সময় সমস্যা হতে পারে। একবার নয় বারবার হতে পারে বিশেষ করে নতুনদের ক্ষেত্রে। অভিজ্ঞ অভিনয় শিল্পীদেরও ভুল হয়। ভুলটা পরিচালক ঠিক করে দেবে। কোনো সহশিল্পী না। সেজন্য একজন শিল্পীকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, অপমানজনক কথা বলা মহা অন্যায়।’
অভিনেতা শামীমের বিরুদ্ধে হেনস্তার প্রমাণ আছে উল্লেখ করে তানহা বলেন, ‘প্রিয়াঙ্কার কান্না আমাকে প্রচন্ড আহত করেছে। বিব্রত করেছে। এ লোকটা (শামীম) আমার সাথেও ঠিক একই আচরণ করেছিল। অভিনেত্রী দাবি করেন, তার কাছে অভিযোগের প্রমাণ আছে। ফেসবুক মেসেঞ্জারেও আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এসব স্ক্রিনশট আমার কাছে আছে। প্রিয়াঙ্কার প্রমাণ লাগলে আমি দেব।’
সর্বশেষ শামীমের বিচারের দাবি জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমরা তোমার সাথে আছি। তুমি অনেক সাহসী একটা মেয়ে। এটা নিয়ে বড়সড় প্রতিবাদ হওয়া প্রয়োজন। ঝড় উঠুক সকল শিল্পী হৃদয়ে। শিল্পী যদি তার শিল্প সত্ত্বা না বোঝে তাহলে সে শিল্পী হতে পারে না। এমন শিল্পীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’
Post Comment