Loading Now

গণঅভ্যুত্থানে আহত ৩৫ জনকে দেওয়া হলো আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের মেহেন্দিগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে চেক বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার (৮ মে) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাল্টিপারপাস হল রুমে জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহতদের মাঝে আর্থিক সহায়তার এ চেক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার উপজেলা মো. রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেন্দিগঞ্জ উপজেলা, উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও জুলাই-আগস্টের ছাত্র প্রতিনিধিসহ উপজেলার সর্বস্তরের প্রতিনিধি।

অতিথিরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে জেলা প্রশাসক জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ৩৫ শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকা করে মোট ৩৫ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা।

 

Post Comment

YOU MAY HAVE MISSED