আইভীর বাড়িতে পুলিশ, কর্মী-সমর্থকদের অবস্থান
অনলাইন ডেক্স ।।
নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে নগরে তার বাড়িতে অভিযানে গিয়েছে পুলিশ৷
বৃহস্পতিবার (০৮ মে) দিবাগত রাতে পুলিশ অভিযানে যায়। এই খবরে সড়কে অবস্থান নিয়েছেন তার কর্মী-সমর্থকেরা।
জানা যায়, রাতে আইভীকে আটক করতে গেলে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে।
এ সময় আইভীর বাড়ির প্রবেশপথের দুই সড়কে বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে রাখেন কর্মী-সমর্থকেরা।
আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। আইভীর বাড়ির অদূরে অবস্থিত চায়ের দোকানি আব্দুল্লাহ জানান, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে।
পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরেই কর্মী-সমর্থকেরা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করেন।
এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়।
তবে তাকে পাওয়া যায়নি।
এদিকে আইভী তার নেতাকর্মীদের বলেন, তারা যেন প্রশাসনকে জানিয়ে দেন, দিনের বেলা ছাড়া তিনি যাবেন না। তাকে আটক করতে হলে দিনের বেলায় আসতে হবে।
Post Comment