Loading Now

বিসিসি’র অর্থবছরে বাজেটে স্যানিটেশন খাত বাড়ানোর দাবিতে সভা

নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ এবং স্যানিটেশন খাতে মোট বাজেটের কমপক্ষে ১০% বাজেট বরাদ্দের অর্থে এসডি জি-৬ অর্জনের জন্য নাগরিক সমাজের নেটওয়ার্ককে শক্তিশালী করার অধিকারের জন্য উত্থান ওয়াশ বাজেট বৃদ্ধির করার আবেদন জমা দেওয়ার বিষয়ে সভা নিয়ে বরিশালে বেসরকারী উন্নয়ন সংস্থা আভাসের আয়োজনে নারী ফোরামের উদ্যেগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মে) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেইনিং সেন্টারে দিনব্যাপী আভাসের আয়োজনে সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং নারীদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন
বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ , পরিচ্ছন্নতা কর্মকতা  মোঃ ইউসক আলী, উন্নয়ন সংস্থা চন্দ্রদ্বীব সোসাইটির নির্বাহী পরিচালক    জাঙ্গনারা বেগম স্বপ্না, প্রভাষক নাসরিন আকতার সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সহ সংবাদিকবৃন্দ এবং নারী ফোরামের সদস্যবৃন্দরা।

সভায় সিটি কর্পোরেশনের কাছে নারী ফোরামে পক্ষ থেকে দারিদ্র ও প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রতিকূলতা স্বত্ত্বেও বরিশাল সিটিকর্পোরেশন তার প্রথম শ্রেণির মর্যাদা অক্ষুন্ন রেখে উন্নয়ন কার্যক্রম অব্যাহত চালিয়ে যাচ্ছে। তাই স্যানিটেশনসহ অবকাঠামো খাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা খুবই প্রয়োজনের মনে করেন। শহরের নদীর তীরবর্তী ও নিম্নাঞ্চল হওয়ার কারণে প্রতি বছরের বন্যার সময় শহরের রাস্তা-ঘাট ও ড্রেনেজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই দ্রুত সংস্কার করা, সিটিকর্পোরেশনের অধীণে অনেক রাস্তা ও ড্রেনের অবস্থা খারাপ থাকায় এসব রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব হয়ে দাড়িয়েছে। মুক্তিযোদ্ধা পার্কসহ বিভিন্ন বাজার সংলগ্ন এলাকায় নির্মিত পাবলিক টয়লেটগুলো গুরেঅ ব্যবহারযোগ্য করে দেওয়া সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

 

Post Comment

YOU MAY HAVE MISSED