Loading Now

তাসকিন-রানাদের কোচ হওয়ার পথে যিনি

স্পোর্টস ডেক্স ।।

তাসকিন-নাহিদ রানাদের পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসকে বিদায় দিয়েছে বিসিবি। কিউই এই বোলিং কোচের জায়গায় নতুন কাউকে নিয়োগ দিতে চলেছে বিসিবি। তালিকায় বেশ কয়েকজনের নাম শোনা গেলেও এখন শেষ দিকে এসে সবচেয়ে এগিয়ে অস্ট্রেলিয়ান পেসার শন টেইট।

জানা গেছে, সময়ের বেশ আলোচিত ও সফল পেসার শন টেইটকে নিয়োগ দেওয়ার ব্যাপার প্রায় চূড়ান্ত। বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারও সম্মত হয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে। তাই খুব শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা।

এর আগে, বাংলাদেশের পেস বিভাগের উন্নতিতে নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দিলেও তার পারফরম্যান্সে খুশি হতে পারেনি বোর্ড। তাই ২০২৬ এর ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি থাকলেও তার বহু আগেই তাকে বিদায় জানায় বিসিবি। সে জায়গাতেই এখন চলছে কোচ নিয়োগের কার্যক্রম।

এদিকে বিসিবির নজরে থাকা অজি পেসার শন টেইট অস্ট্রেলিয়ার জার্সিতে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে খেলেছেন। খেলা ছাড়ার পর কাজ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে। সর্বশেষ বিপিএলে ছিলেন চিটাগং কিংসের প্রধান কোচ। সেই সময় বাংলাদেশি পেসারদের দেখেছেন কাছ থেকে। বিসিবিও তার ওপর নজর রেখেছিল।

Post Comment

YOU MAY HAVE MISSED