দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে কন্ট্রোলরুম ও হটলাইনচালু
নিজস্ব প্রতিবেদক ।।
৫ অক্টোবর শনিবার বরগুনা জেলা প্রেস ক্লাবে আয়োজিত হলো “নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে গোলটেবিল বৈঠক।”
নিরাপদ পরিবেশে আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্য ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর সহায়তায় এবং এফসিডিও-এর অর্থায়নে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) বরগুনার সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটি, মন্দির কমিটি, সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিবৃন্দ, যুব নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল-এর কর্মকর্তাসহ আরও অনেকে।
সভায় বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বরগুনা সার্কেল এসপি।
এই সভার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে দুর্গাপূজার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করে এমএএফ। একইসাথে দায়িত্বশীল কর্তৃপক্ষকে এই বিষয়ে সার্বিক সহায়তা প্রদান ও সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে উৎসব পালনের নিশ্চয়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন।
এসময় বক্তারা সকলেই নিরাপদে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সকলের সহযোগিতার আহ্বান জানান এবং যার যার জায়গা থেকে সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, এমএএফ-এর পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা নিরাপদে উদযাপনের জন্য একটি কন্ট্রোল রুম এবং হটলাইন নম্বর চালু করা হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিদ্যমান হটলাইন নম্বরগুলো প্রচারের উদ্যোগ নিয়েছে এমএএফ।
এমএএফ বরগুনা, বরগুনা জেলার প্রধান প্রধান রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংগঠন, যা বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসি করে।
Post Comment