বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে স্মারক লিপি
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশালবাসীর কথা চিন্তা করে বিসিসি’র কাছে এবারের অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানালে বিসিসির সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে নারী ফোরামের সদস্যদের বাজেট নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’ এর উদ্দ্যেগে স্যানিটেশন বাস্তবায়ন কর্মকর্তারা নারী ফোরামের সদস্যদের সাথে নিয়ে স্যানিটেশন সহ নগরীর বিভিন্ন সমস্যা সমাধানের বিষয় উল্লেখ করে সেগুলোতেও বরাদ্দ বৃদ্ধির করনের দাবি জানিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের কাছে একটি স্মারক লিপি প্রদান করেন।
সোমবার (১২ মে) নগরীর আমিরকুটি এলাকার আভাস ট্রেনিং সেন্টারে নারী ফোরামের উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর আয়োজনে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে বাজেট নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্ত আলোচনা সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছে ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে স্যানিটেশন খাত সুনির্দিষ্টকরণ এবং মোট বাজেটের কমপক্ষে ১০% স্যানিটেশন খাতে বরাদ্দের দাবি জানানো হয়।
সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, নারীনেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. ফেরদৌস আহমেদ, পরিচ্ছন্নতা কর্মকর্তা মো. ইউসক আলী, পানি শাখার সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খান, উন্নয়ন সংস্থা ‘চন্দ্রদ্বীপ সোসাইটি’-এর নির্বাহী পরিচালক জাঙ্গনারা বেগম স্বপ্না সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং নারী ফোরামের সদস্যবৃন্দ। সভায় ‘উত্থান ওয়াশ বাজেট বৃদ্ধি’র জন্য সিটি কর্পোরেশনে একটি স্মারক লিপি প্রদান করা হয়।
Post Comment