Loading Now

বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিএনপির দলীয় কার্যালয় পোড়ানোর মামলায় জেলা শ্রমিক লীগের সভাপতিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার ও ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন মিলন।

এর মধ্যে বিকেলে নতুন বাজার এলাকার নিজ বাসভবন থেকে শাহজাহান হাওলাদারকে এবং ৬ নম্বর ওয়ার্ড থেকে মিলনকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার এজাহারভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিএনপি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Post Comment

YOU MAY HAVE MISSED