Loading Now

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় বরগুনায় ১৩ জেলে আটক

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় প্রায় দুই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ, একটি ফিশিং ট্রলার ও দুটি মাছ শিকারের ট্রলিং বোট জব্দ করা হয়।

রোববার (১৮ মে) দিনগত রাত ১টার দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন হারুন-অর-রশীদের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এর আগে, শনিবার ১৭ মে রাত ৯ থেকে শুরু করে রোববার ১৮ মে রাত ৯ পর্যন্ত পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর চরদুয়ানী ও কোস্ট গার্ড বোটপুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, ১৫ এপ্রিল থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির জন্য ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। এ সময়ে সমুদ্রে সব ধরনের নৌযান দিয়ে মাছ শিকার বন্ধ থাকলেও কিছু অসাধু জেলে অবৈধভাবে মাছ শিকার করছিলেন।

এমন গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদীর চরদুয়ানী ও কোস্টগার্ড বোটপুল সংলগ্ন বিভিন্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ফিশিংবোট তল্লাশি করলে ৫০ কেজি কাইল্লা, ৫০ কেজি ইলিশ, ১০০ কেজি চিংড়ি ও তিনটি শাপলা পাতা মাছ পাওয়া যায়। পরে উদ্ধারকৃত মাছসহ ২ হাজার মিটার অবৈধ জাল, দুটি ট্রলিং বোট জব্দ করা হয়। এসময় ১৩ জেলেকে আটক করা হয়।

এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন হারুন-অর-রশীদ বলেন, ‘জব্দকৃত মাছ পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদরাসা, গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া মুচলেকা নিয়ে জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Post Comment

YOU MAY HAVE MISSED