জামিন পেলেও ফের কারাগারে সাবেক কাউন্সিলর মাসুম
নিজস্ব প্রতিবেদক ॥ জামিন পেলেও কারাগার থেকে মুক্তি মিলছেনা ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপির বহিষ্কৃত নেতা জিয়াউল হক মাসুমের। একটি মামলায় জামিন পেলেও বিএনপির এক নেতাকে মারধরের অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ৪ আগস্ট বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় গতকাল রোববার বরিশালের জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের জামিনের আদেশ দেন বলে বেঞ্চ সহকারী মোঃ কামরুল ইসলাম নিশ্চিত করেন। তবে অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে আপাতত কারামুক্ত হতে পারছেন না সাবেক এ কাউন্সিলর।
উল্লেখ্য বিএনপির দু:সময়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় থেকে সাবেক সিটি মেয়র শেখ হাসিনার ফুপাতো ভাই খোকন সেরনিয়াবাত ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর আস্থা ভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি নিয়েছিলেন মাসুম।এমনকি বিভিন্ন সময়ে তৎকালীন সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহর সাথে আওয়ামীলীগের একাধিক অনুষ্ঠানে যোগ দিতেন তিনি।কিন্তু ৫ আগষ্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর আবার বিএনপি নেতা বনে যেতে মড়িয়া হয়ে উঠেছিলেন দলের বহিস্কৃত নেতা ১৮ নং ওয়ার্ডের সাবেক এ কাউন্সিলর জিয়াউল হক মাসুম।কিন্তু আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে।
Post Comment