Loading Now

হারের দায় শিশিরের ওপর চাপালেন লিটন

স্পোর্টস ডেক্স ।।

দুইশ ছাড়ানো পুঁজি নিয়েও হার—স্বাভাবিকভাবেই লিটন দাসের মন খারাপ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পর্যদুস্ত হওয়ার তিনটি কার‌ণ খুঁজে পেয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। শিশিরের প্রভাব, মিডল অর্ডারে ছন্নছাড়া বোলিং এবং ফিল্ডিংয়ে পিচ্ছিল হাত। এই তিনের সুবিধা নিয়েই টাইগারদের মাটিতে নামিয়েছেন মোহাম্মদ ওয়াসিমরা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগের ম্যাচের ভুল ভালোভাবেই সামলে নেন লিটন ব্রিগেড। ওপেনিংয়ে বড় জুটি, পাওয়ার প্লেতে তাণ্ডব, মিডলে লড়াই এবং শেষের থিমিয়ে আসা ব্যাটিংয়েও আসে ২০৫ রানের সংগ্রহ। এত বড় রান আটকাতেও গলদঘর্ম ছুঁটেছে নাহিদ রানা-শরিফুল ইসলামদের। হার এসেছে ২ উইকেটের। গতকালের আগে কখনও বাংলাদেশকে হারাতে পারেনি আমিরাত।

তামিমের ফিফটিতে বাংলাদেশের রেকর্ড
আমিরাতের কাছে হেরেই বসল বাংলাদেশ
অভিষেকের তাণ্ডবে প্লে-অফের আশা শেষ লক্ষ্ণৌর
স্বাগতিকদের ইতিহাস গড়ার দিনে নাকানিচুবানি খাওয়া টাইগাররা সিরিজে পিছিয়েছে। আগামীকাল সিরিজের শেষ ম্যাচটি এখন ট্রফি নির্ধারণী। তার আগে টাইগার কাপ্তান খুঁজে পেয়েছেন হারের কারণ। নিজেদের ভুল শুধরে নিতে সর্বোচ্চটা করতে চান লিটন।

উইকেট ভালো ছিল। যখন তারা ব্যাট করছিল তখন শিশির তাদের সাহায্য করেছে। আমরা ফিল্ডিংয়ে কিছু মিস করেছি এবং মাঝের ওভারের বোলিং ভালো হয়নি।
লিটন দাস, বাংলাদেশ দলের অধিনায়ক
সোমবার হারের দায় শিশিরকে দিয়ে লিটন বলেছেন, ‘যেকোনো হার-ই কষ্টের। কিন্তু এই উইকেটে আমরা ব্যাটিং ভালো করেছি। উইকেট ভালো ছিল। যখন তারা ব্যাট করছিল তখন শিশির তাদের সাহায্য করেছে। আমরা ফিল্ডিংয়ে কিছু মিস করেছি এবং মাঝের ওভারের বোলিং ভালো হয়নি।’

এমন তিক্ত হার থেকেও শিক্ষা নিতে চান লিটন, ‘যখন আপনি এমন ধরণের মাঠে খেলবেন যেটা ছোট এবং শিশিরের প্রভাব থাকবে, তখন (বোলিংয়ে) আপনাকে হিসেব কষে এবং পরিকল্পনা করে এগোতে হবে।’

আমিরাতের কাছে গতকালের হারের পর এই হিসেব কষার বিষয়টিই সামনে এসেছে। ১৭৭ রানে ৭ উইকেট পরার পরও শেষ দুই ওভারে ২৮ রান রুখতে পারেনি টাইগার বোলাররা। উল্টো নো বল করেছে, এক্সট্রা রান দিয়েছে—যার ফল র‌্যাংকিংয়ে অনেক নিচে থাকা আমিরাতের বিপক্ষে হার।

Post Comment

YOU MAY HAVE MISSED