‘সাকিব ভাই, আপনার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে’
স্পোর্টস ডেক্স ।।
পিএসএলের এবারের আসরে শুরুতে দল পাননি সাকিব আল হাসান। তবে টুর্নআমেন্টের শেষভাগে এসে তাঁকে দলে নেয় লাহোর কালান্দার্স। লাহোরের হয়ে নিজের প্রথম ম্যাচটিও রবিবার খেলেছেন সাকিব। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বাংলাদেশের সাবেক এই অধিনায়ক, ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি তিনি, বল হাতেও ছিলেন নিজের ছায়া হয়ে।
যদিও সাকিব পারফর্ম করতে না পারলেও ম্যাচটি ঠিকই জিতে নিয়েছে লাহোর। সেই সঙ্গে নিশ্চিত হয়েছে দলটির প্লে-অফে খেলাও। তবে পারফর্ম করতে না পারলেও সাকিবের উপস্থিতিই দলকে আত্মবিশ্বআস জুগিয়েছে বলে প্রশংসায় ভাসিয়েছেন লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা।
প্লে-অফ নিশ্চিতের পর স্টেডিয়াম লাউঞ্জে বসেই নিজের দলের ক্রিকেটারদের প্রশংসা করছিলেন সামিন। সেখানে এক পর্যায়ে সাকিবের বন্দনায় মুখ হতে দেখা যায় এই টিম ডিরেক্টরকে। লাহোরের হয়ে নিজের উদ্বোধনী ম্যাচেই সাকিব দুর্দান্ত পারফর্ম করেছেন বলে জানিয়েছেন তিনি।
সাকিবের প্রশংসা করে সামিন রানা বলেন, ‘সাকিব ভাই, দুর্দান্ত ডেব্যু ম্যাচ খেলেছেন। আপনার পাফফর্ম্যান্স ভালো ছিল।’
এরপরই তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, একদম সত্যি বলছি আপনাকে, আপনার উপস্থিতিই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। সেটা আপনি মাঠে ছিলেন বলেই সম্ভব হয়েছে।’ দলের টিম ডিরেক্টররের মুখে নিজের এমন প্রশংসা শুনে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে দেখা যায় সাকিবকে।
Post Comment