Loading Now

বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ!

আগৈলঝাড়া প্রতিনিধি।।

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগে করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এর প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

 

স্কুলের প্রধান শিক্ষক মোতালেব হোসেন প্রাথমিকভাবে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে শিক্ষার্থী ও শিক্ষকরা গভীর টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তীব্র দুর্গন্ধ ও অস্বাভাবিক সাদা রঙ দেখা যায়। টিউবওয়েলের পাশেই একটি বিষের বোতল পাওয়া গেছে। পানির গন্ধে সন্দেহ হলে সেটি ব্যবহার বন্ধ করে দিয়ে উপজেলা প্রশাসনকে জানান প্রধান শিক্ষক।

স্থানীয়রা জানান, বিদ্যালয়ে এমন ঘটনা এর আগে কখনো ঘটেনি। এর পেছনে পূর্ববিরোধ, শত্রুতা বা কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

এ নিয়ে অভিভাবক মহলে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

 

এ ঘটনায় রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বাদী হয়ে সোমবার বিকালে আাগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান কাছে দেওয়া হয়েছে।

সোমবার বিকালে থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

এ ব্যাপারে রত্নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতালেব হোসেন বলেন, আমি তখন বারপাইকা এসএসসি পরীক্ষার হলে ছিলাম। আমাকে ফোন করে জানানো হয়েছে। পরীক্ষা শেষে আমি স্কুলে গিয়ে দেখে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। তার অনুলিপি নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।

 

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তারা তদন্ত করে ব্যবস্থা নেবেন।

 

এ ব্যাপারে উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এসএম আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিউবওয়েলে বিষ প্রয়োগে করা হয়েছে। ওই টিউবওয়েল আমাদের দপ্তর থেকে ওয়াশ করে দেওয়া হবে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। স্কুল কর্তৃপক্ষ মামলা করলে তদন্ত করে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

 

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন জানান, রত্নপুর স্কুলের ঘটনাটি শুনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাকে দেখে আসার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল কর্তৃপক্ষ মামলা করলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নেবে।

 

Post Comment

YOU MAY HAVE MISSED