ফেরি বিভাগে নিজের আধিপত্য বিস্তারে মরিয়া সাজ্জাদ- আজিম!
বরিশাল সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন ফেরি বিভাগে নিজের আধিপত্য বিস্তার করতে মড়িয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসাইন। তার সাথে আরও শোনা যাচ্ছে বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য আনম সাইফুল ইসলাম আজিম।বিগত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তন এর পর এই দুই ব্যক্তির দাপটে ফেরি বিভাগে অন্য কোন ঠিকাদার রা কাজে অংশ নিতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। একাধিক ঠিকদারের অভিযোগ বরিশাল ফেরি বিভাগ এ এখনো আওয়ামী পন্থী ঠিকাদার কাজ করেন।আওয়ামী লীগ নেতা আফতাব হোসেন এর ভাই দেলোয়ার হোসেন এর নাম অন্যতম।তবে বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন প্রায়ই ফেরি বিভাগ এ গিয়ে টেন্ডার ছাড়া কাজ নিয়ে আসেন।এবং নির্বাহী প্রকৌশলীকে চাঁপ প্রয়োগ করেন।সাধারণ ঠিকাদাররা আরও অভিযোগ করেন মহানগর বিএনপির নেতা সাইফুল আহসান আজিম প্রায়ই প্রকৌশলীকে কাজের জন্য চাঁপ প্রয়োগ করেন। তাদের এহেন কর্মকাণ্ডের জন্য অন্য ঠিকাদাররা ফেরি বিভাগ এ কোন কাজ নিতে পারছেন না।বরিশাল ফেরি বিভাগ এখন সাজ্জাদ সিন্ডিকেট এ বন্দী।যা আগে বিতর্কিত সেনা কর্তা জিয়াউল আহসানের ভাই ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিপ্লবের নিয়ন্ত্রণে ছিল। গত ২ দিন ধরে একটি ফেরির রিপেয়ার কাজ সরাসরি সাজ্জাদের প্রতিষ্ঠান মামনি এন্টারপ্রাইজ এর নামে টেন্ডার ছাড়া ওয়ার্ক অর্ডার চান।যা নিয়ে বিব্রত খোদ নির্বাহী প্রকৌশলী।
এ প্রসঙ্গে বরিশাল মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন জানান, আমি ঐ দপ্তরের একজন লিস্টেড ঠিকাদার কেউ যদি আমার নামে এ ধরনের কথা বলে থাকে তারা রাজনৈতিক প্রতিহিংসার পরায়ন হয়ে বলছে।
এ বিষয়ে জানতে ফেরি বিভাগের নির্বাহী প্রকৌশলীর মুঠোফোন এ কল দিলে তিনি বিএনপির আধিপত্য বিস্তার নিয়ে কোন মন্তব্য করতে চাননি।
Post Comment