নবীনদের ৮ মাস পর বরণ করে নিতে যাচ্ছে ববি প্রশাসন
নিজস্ব প্রতিবেদক ।।
গত এপ্রিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন না করার অভিযোগ উঠেছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। এই অনুষ্ঠানের জন্য নবীন শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নিয়ে যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয় গত বছরের ২১ অক্টোবর থেকে। নবীন শিক্ষার্থীদের এক সেমিস্টার পেরিয়ে গেলেও তাদেরকে বরণ করতে ব্যর্থ হয়েছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এনিয়ে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করার হুঁশিয়ারিও দিয়েছিলেন।
তবে নবীন শিক্ষার্থীদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে চলিত মাসের ২৬ তারিখে। দীর্ঘ ৮মাস ৫দিন পর নবীনদের বরণ করে নিতে চলেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।
বুধবার (১৮ই জুন) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো.মুহসিন উদ্দিনের স্বাক্ষরিত নোটিশে বিষয়টি জানান। নোটিশে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ই জুন) বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ সকাল সাড়ে ৯টাই ওরিয়েন্টশন প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক,ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। নবীন শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এবং অনুষ্ঠানের শেষ পর্ব হিসেবে বিকাল সাড়ে ৪টাই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
নবীনবরণ দেরিতে হলেও ঐদিনটি নিয়ে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থীরা, প্রোগ্রামটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যা আমাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে ভূমিকা রাখে। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের সাথে ভালোভাবে পরিচিত হতে পারবো ও অ্যাকাডেমিক নিয়ম-কানুন সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠান মূলত নবীন শিক্ষার্থীদের জন্য একটি পরিচিতিমূলক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, এর নিয়ম-কানুন, সুযোগ-সুবিধা এবং পরিবেশের সাথে পরিচিত হতে সাহায্য করে।
Post Comment