Loading Now

বরিশালে দেড় কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

হিজলা প্রতিনিধি ।।

বরিশালের হিজলায় প্রায় দেড় কোটি টাকার গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মেঘনা নদীর মেমানিয়া ইউনিয়নের দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে এই রেণু জব্দ করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে হিজলা মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে এসব রেণু ও দুই ইঞ্জিনের একটি বড় ট্রলার জব্দ করে।

হিজলা উপজেলা কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অসাধু ব্যবসায়ীরা পাচার করতে ট্রলারে করে চিংড়ির রেণু নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ড মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুর্গাপুর লঞ্চঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করে।

ট্রলারে ৩৪টি ড্রামে প্রায় ৫০ লাখ ১০ হাজার গলদা চিংড়ির রেণু পোনা পাওয়া যায়, যার দাম প্রায় দেড় কোটি টাকা। পরে চিংড়ির রেণু মেঘনা নদীতে অবমুক্ত করা হয় এবং ট্রলারটি জব্দ করা হয়েছে। ট্রলারটি নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে।

হিজলা উপজেলা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ এই যৌথ অভিযানের নেতৃত্ব দেন।

Post Comment

YOU MAY HAVE MISSED